
সীমান্তবাংলা ডেস্ক রিপোর্ট
ভারতের বিহারের বিষাক্ত মদ পানে ৬৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিহারের সরন জেলার চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে । বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে বিহারে ২০১৬ সালে বিষাক্ত মদ পানে ১৬ জনের মৃত্যুর ঘটনা ঘটে। পরে রাজ্যটিতে মদের উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করা হয়।
নিষেধাজ্ঞার পরও ওই গ্রামের বাসিন্দারা মদ কীভাবে পান করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য বিধানসভার বিরোধী দল বিজেপি।
এ নিয়ে শুক্রবার বিধানসভায় বিহারের মুখ্যমন্ত্রী ও সংযুক্ত জনতা দলের প্রধান নীতিশ কুমার জানান, অবৈধ মদ পানে প্রাণ হারানো লোকজনের পরিবার সরকারি সহায়তা পাবে না।
বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনায় বিহার সরকার ও রাজ্য পুলিশের প্রধানকে নোটিশ পাঠিয়েছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন।