জাতীয়

বিশেষ বিমানে করে নারীসহ ১০১ জন বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২০ , ১১:৩৪:৫২ প্রিন্ট সংস্করণ

সীমান্ত বাংলা ডেস্ক একটি বিশেষ বিমানে করে নারীসহ ১০১ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তাদের বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টার পর একে একে প্লাস্টিকের বস্তার ভিতরে কিছু ব্যবহারিক জিনিসপত্র নিয়ে বের হতে থাকেন তারা। প্রতিটি বস্তার গায়ে কর্মীর নাম ও ট্রাভেল পাস নম্বর লেখা ছিল। ফেরত আসা বেশিরভাগ বয়সে তরুণ।

শরিফুল হাসান জানান, আমরা কথা বলে জেনেছি এই কর্মীরা একেকজন ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশ হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। কিন্তু সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির হাতে তারা গ্রেপ্তর হন। এরপর বিভিন্ন মেয়াদে ডিপোর্টেশন ক্যাম্পে থাকার পর আজ একটি বিশেষ বিমানে ফেরত পাঠানো হয়। এর আগেও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র থেকে এভাবে কর্মীরা ফেরত এসেছেন।

সুত্র আলোকিত বাংলাদেশ/ ইযা/সেপ্ট২০২০

আরও খবর

Sponsered content