দিনাজপুরের বিরামপুর আদর্শ হাইস্কুলের ২০২৪ শিক্ষাবর্ষের ছাত্র ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
(৩১শে ডিসেম্বর) মঙ্গলবার, সকাল ১১ টায় অত্র বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের সভাপতি মুহাদ্দিস ডক্টর এনামুল হক এর সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল মারুফ ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল মারুফ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান ও বিএম কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মাওলানা আশরাফুল ইসলাম, বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সরকার সেলিম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল বাসার, ইঞ্জিনিয়ার শাহীনুর রহমান, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মেরিনা পারভীন, আদর্শ স্কুল ইসলামিক কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ মোজাম্মেল হক, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদ আলী চৌধুরী, সহকারী শিক্ষক ফেরদৌসী বেগম, রেজাউল করিম প্রমুখ। এছাড়াও অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্র বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আল মারুফ ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।
প্রধান অতিথি আল মারুফ ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড-আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, প্রত্যেক বাবা-মাকে উদ্দেশ্যে করে তিনি বলেন সুশিক্ষায় শিক্ষিত করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সন্তানকে স্কুলে পাঠাবেন, আপনাদের ছেলে-মেয়ে স্কুল থেকে বাসায় যাওয়ার পরে শিক্ষক মহোদয় কি পড়াশোনা করালো সেটা নিয়ে সন্তানের সাথে আলোচনা করবেন। মনে রাখতে হবে বিদ্যালয় যে ভীত তৈরি ও মজবুত হবে সেটা শিক্ষার্থীর সারা জীবনের সঞ্চয়।