প্রতিনিধি ১৭ জুলাই ২০২৩ , ৮:১৩:৪৪ প্রিন্ট সংস্করণ
এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুরে রোগী দেখতে হাসপাতালে আসার পথে পিকআপের ধাক্কায় আব্দুল মালেক মণ্ডল (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে টাটকপুর বেলডাঙ্গা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক মণ্ডল জেলার ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর গ্রামের মৃত. বাহার উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, ‘শনিবার রাতে আব্দুল মালেক ও তার স্ত্রী মোটরসাইকেলে করে বিরামপুর হাজী ক্লিনিকে অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন।
পথে টাটকপুর বেলডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দিনাজপুরে নেয়ার পথে তার মৃত্যু হয়।’ বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।