ঢাকা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার জেএসসি পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৬ দশমিক ৯৯ শতাংশ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে প্রকাশিত ফলাফলে দেখা যায়, নয়টি বিদেশ কেন্দ্রে মোট ৪৩২ পরীক্ষার্থীর মধ্যে ৪১৯ জন উত্তীর্ণ হয়েছে, যা শতাংশের হিসাবে ৯৬ দশমিক ৯৯। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন।
গত বছর বিদেশ কেন্দ্র পাসের হার ছিল ৯৭ দশমিক ৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৫৬ জন পরীক্ষার্থী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এতে দেখা যায়, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জেএসসিতে এবার পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ। আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসিতে পাসের হার ৮৯ দশমিক ৭৭ শতাংশ। দুই পরীক্ষা মিলিয়ে পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ।
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply