
নুরুল ইসলাম বিজয়, উখিয়া
বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে ১.৪০ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ২০২২ খ্রিঃ বর্ডার গার্ড বাংলাদেশ, কক্সবাজার ব্যাটালিয়ন বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১.৪০ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলেন, বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বালুখালী বিওপির সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস মায়ানমার হতে বাংলাদেশে এনে ক্রয় বিক্রয় করবে বলে জানিয়েছেন।
বালুখালী বিওপি’র একটি আভিযানিক টহলদল সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপির দক্ষিণ রহমতের বিল নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৫,২০,০০,০০০/- (পাঁচ কোটি বিশ লক্ষ) টাকা মূল্যমানের ১.০৪০ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির জানান, এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।