শাহীন মঈনুদ্দীন, উখিয়া: উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে অবস্থিত বাংলা জার্মান সম্প্রতি (বিজিএস) এর ব্যচেলর কোয়ার্টার থেকে মোঃ ইউনুস (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তার জুলন্ত লাশটি উদ্ধার করা হয়। যুবকের বাড়ি কুমিল্লা বুড়িচং’র হরিপুর এলাকার তুতা মিয়ার পুত্র বলে জানা গেছে। সে এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশনে কর্মরত ছিলেন।
এ বিষয়ে জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন , দুপুরের দিকে জানতে পারি যে বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) কোয়ার্টারে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ ঝুলছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে উখিয়া থানার পুলিশ কে খবর দিই। ঘটনা স্থলে পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার করে।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্জিনা আক্তার মর্জু বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে বিষয়টি হত্যা না আত্মহত্যা এখনই বলা সম্ভব হচ্ছে না।
সীমান্তবাংলা ডেস্ক/ ১০সেপ্টেম্বর/২০২০
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply