ছাত্র-জনতার অভ্যুত্থানের শক্তি হিসেবে আজ আত্মপ্রকাশ পাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেলা ৩টায় আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হবে। এতে কয়েক লাখ লোকের সমাগমের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
নতুন দলে ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ২৪ সদস্য বা আট সদস্যের একটি কমিটি থাকবে। সেই কমিটির নাম চূড়ান্ত হয়নি। কোর কমিটি বা পলিট ব্যুরো কিংবা সুপার এইটও হতে পারে বলে জানা যাচ্ছে। আর দলটির নেতৃত্বে তরুণদের আধিক্য থাকায় ৫০ ঊর্ধ্বদের নিয়ে গঠিত হতে পারে উপদেষ্টা পরিষদ। জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
দলের নাম ও কমিটিতে কারা থাকছেন, এসব বিষয় নিয়ে নাগরিক কমিটির নেতারা অতিমাত্রায় গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করেন। এরই মধ্যে দলের গুরুত্বপূর্ণ পদ নিয়ে কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ ও যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাতের সঙ্গে কমিটিতে থাকা বিভিন্ন পক্ষের অসন্তোষের খবর বাইরে চলে আসে। সর্বশেষ তারা নতুন দলে না থাকার ঘোষণা দেন। মূলত দলের সদস্যসচিব পদ নিয়ে সবার প্রত্যাশাকে ঘিরে এই অসন্তোষ। তবে নাহিদ ইসলাম আহ্বায়ক ও সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়।
গতকাল নাগরিক কমিটির সভায় প্রধান সমন্বয়কারী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক পদে আব্দুল হান্নান মাসউদ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) পদে হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদে সারজিস আলমের নাম চূড়ান্ত করা হয়। দপ্তর সম্পাদক হিসেবে সালেহ উদ্দিন সিফাতের নাম বিবেচনায় আছে। এ ছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে ডা. তাসনিম জারা, মনিরা শারমিন ও নাহিদা সরোয়ার নিভা অধিকতর বিবেচনায় আছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিটির সদস্যরা নতুন দলের নামের বিবেচনায় চারটি নাম নিয়ে পর্যালোচনা করেন। গণতান্ত্রিক নাগরিক শক্তি, গণতান্ত্রিক নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সিটিজেন পার্টি নিয়ে আলোচনায় অধিকাংশ জাতীয় নাগরিক পার্টির পক্ষে মতামত দেন। ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন পার্টি সংক্ষেপে এনসিপি উচ্চারণ তুলনামূলক সহজ। গণতান্ত্রিক শব্দ যুক্ত করলে ডেমোক্র্যাটিক তুলনামূলক কঠিন হওয়ায় সেটি বিবেচনায় নেওয়া হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের একজন নেতা গণমাধ্যমে বলেন, প্রতিটি দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি থাকে। সেটি নতুন দলে পলিট ব্যুরো, কোর কমিটি বা সুপার এইট হিসেবে থাকতে পারে। তবে কমিটির নাম চূড়ান্ত হয়নি।
দলের কমিটির সদস্যদের বয়স নিয়ে এই নেতা বলেন, ‘আমরা যারা বাংলাদেশকে নতুনভাবে গড়ার স্বপ্ন দেখছি, তারা অধিকাংশেরই বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে। এর বেশি কয়েকজন আছেন। তবে আমাদের দল গঠনের পর জ্যেষ্ঠদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের পরিকল্পনা রয়েছে।