প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২০ , ৬:০৫:১৮ প্রিন্ট সংস্করণ
কক্সবাজার অফিস;
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় বিএমএসএফ কক্সবাজার জেলা আহবায়ক মোঃ শহীদুল্লাহর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদ বেদীতে দাঁড়িয়ে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি ঘোষিত ১৪ দফা দাবী বাস্তবায়ন ও মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অনুগত থাকার শপথ পাঠ করা হয়। পরে বিএমএসএফ কক্সবাজার জেলার অস্থায়ী কার্যালয় দৈনিক আলোকিত উখিয়া অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিএমএসএফ কক্সবাজার জেলা নেতা সাংবাদিক শাকুর মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা আহবায়ক সাংবাদিক মোঃ শহীদুল্লাহ। সঞ্চালনায় ছিলেন বিএমএসএফ কক্সবাজার জেলার সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম। সভায় বক্তব্য রাখেন, দৈনিক আলোকিত উখিয়ার ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক মোঃ আলম, সাংবাদিক শফিউল হক রানা, সংবাদ কর্মী আমিনুল ইসলাম , সাংবাদিক ফরিদ মিয়া, সাংবাদিক সোহেল আরমান, সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ বেলাল, সাংবাদিক ইয়াছিন আরফাত প্রমূখ।
সভায় বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সম্মেলনের আগে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে কক্সবাজার জেলার সম্মেলনের তারিখ প্রধান সমন্বয়ক মিজান উর রশিদের সাথে আলোচনার মাধ্যমে নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
( সীমান্তবাংলা/ শা ম/ ১৬ ডিসেম্বর ২০২০)