রাজনীতি

বিএনপির তিন কেন্দ্রীয় নেতা করোনায় আক্রান্ত

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২০ , ১০:৫২:৫৩ প্রিন্ট সংস্করণ

সীমান্তবাংলা ডেক্স : কাছাকাছি সময়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় তিনজন নেতা। সবশেষ শনিবার কোভিড-১৯ পজিটিভ এসেছে সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের।

এর আগে সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন আরেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। গত ২৯ অক্টোবর থেকে তারা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এছাড়াও শুক্রবার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের।

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুও অসুস্থ ছিলেন। তবে এখন অনেকটা সুস্থ হয়ে বাসায় আছেন।

বিএনপি নেতাদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি ঢাকা টাইমসকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেকটা শিথিলতা চলে এলেও দেশে মহামারি করোনার সংক্রমণ বেড়েই চলছে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতো রাজনীতিবিদরাও অনেকে করোনায় আক্রান্ত হচ্ছেন। অনেকে মারাও গেছেন।

ঢাকাটাইমস/৩১অক্টোবর/বিইউ/জেবি/এডমিন/ইবনে 

সংবাদটি শেয়ার করুন

আরও খবর

Sponsered content