মো: খায়রুল ইসলামঃ
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদীর মাধবদী পৌরসভার মেয়র হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিক। মাধবদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিকের নেতৃত্বে আওয়ামীলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। সোমবার (৬ নভেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড হয়ে মাধবদী পৌরসভায় এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় আ,লীগ নেতা সাইদ হোসেন কাজল, জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজিব হোসেন, মাধবদী শহর যুবলীগের সহ-সভাপতি শঙ্কও দেবনাথ, থানা শ্রমিকলীগের সভাপতি আনিসুর রহমান সোহেল, মাধবদী শহর স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক সমীর দেবনাথ, যুগ্ন আহবায়ক মোজাম্মেল মিয়া, মাধবদী শহর শ্রমিকলীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মাসুম পারভেজ ও মাধবদী শহর ছাত্রলীগের সভাপতি রানা মোহাম্মদ মাসুদ মিছিলে অংশ নেন। সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডে মাধবদী শহর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও কর্মসূচী পালন করেছে। তফসিল ঘোষণা পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান। অবরোধের নামে যে কোনো সন্ত্রাসী কর্মকান্ড চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা তা প্রতিরোধ করার ঘোষণা দেন। জনগণের জানমাল নিরাপত্তা রক্ষায় যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকার কথাও জানান নেতারা।