ঢাকাসোমবার , ৬ নভেম্বর ২০২৩
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির অবরোধের প্রতিবাদে মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিকের বিক্ষোভ মিছিল

News Desk
নভেম্বর ৬, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

মো: খায়রুল ইসলামঃ
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদীর মাধবদী পৌরসভার মেয়র হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিক। মাধবদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিকের নেতৃত্বে আওয়ামীলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। সোমবার (৬ নভেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড হয়ে মাধবদী পৌরসভায় এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় আ,লীগ নেতা সাইদ হোসেন কাজল, জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজিব হোসেন, মাধবদী শহর যুবলীগের সহ-সভাপতি শঙ্কও দেবনাথ, থানা শ্রমিকলীগের সভাপতি আনিসুর রহমান সোহেল, মাধবদী শহর স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক সমীর দেবনাথ, যুগ্ন আহবায়ক মোজাম্মেল মিয়া, মাধবদী শহর শ্রমিকলীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মাসুম পারভেজ ও মাধবদী শহর ছাত্রলীগের সভাপতি রানা মোহাম্মদ মাসুদ মিছিলে অংশ নেন। সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডে মাধবদী শহর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও কর্মসূচী পালন করেছে। তফসিল ঘোষণা পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান। অবরোধের নামে যে কোনো সন্ত্রাসী কর্মকান্ড চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা তা প্রতিরোধ করার ঘোষণা দেন। জনগণের জানমাল নিরাপত্তা রক্ষায় যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকার কথাও জানান নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।