ঢাকাশনিবার , ২৫ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

বালুখালী থেকে ৬ লাখ পিস ইয়াবা উদ্ধার এক রোহিঙ্গা আটক

News Desk
ডিসেম্বর ২৫, ২০২১ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

 

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া,কক্সবাজারঃ

কক্সবাজারের উখিয়ায় ৬ লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)

শনিবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার বালুখালী উখিয়ার ঘাট কাস্টমসএলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক ( ল’ এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল জানতে পারে মায়ানমার থেকে বালুখালীর কাস্টমস এলাকায় ইয়াবার একটি বিশাল চালান পাচার হচ্ছে।
এ সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল উক্ত স্থানে বিশেষ নজরদারিতে নেয়। এরই প্রেক্ষিতে রাত ১২টা ৫০ মিনিটের দিকে একটি সংঘবদ্ধ চক্র কয়েকটি বস্তা পাচার করার জন্য প্রচেষ্টা চালায়। এসময় আভিযানিক দল বালুখালীর উখিয়ারঘাট কাস্টমস স্টেশন জামে মসজিদ সংলগ্ন রাস্তায় পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে এক মাদক কারবারিকে আটক করা হয়। মাদক কারবারিদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৬ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারি মাহাত আমিন১৮) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৯’র সি-১৫ ব্লকের মোঃ কালুর ছেলে।

এদিকে, ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা
যায়, দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ চক্র আটকের ঘটনাস্থল স্থান দিয়ে বিভিন্ন চোরাচালানের মালামাল এবং মাদকদ্রব্য পাচার করে আসছে। উক্ত পাচারকারী চক্রে রােহিঙ্গা ছাড়াও কয়েকজন বাংলাদেশী জড়িত রয়েছে আছে বলেও সে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং উক্ত ঘটনার সাথে
সম্পৃক্ত অন্যান্য আসামীদের চিহ্নিতপূর্বক গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব’র এ কর্মকর্তা।

সীমান্তবাংলা / ২৫ ডিসেম্বর ২০২১

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।