বিবিধ

‘বাবা পরের জন্মে তুমি আমার ছেলে হয়ে এসো’

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২১ , ৮:০৭:১৩ প্রিন্ট সংস্করণ

সীমান্তবাংলাঃ ‘বাবা পরের জন্মে তুমি আমার ছেলে হয়ে এসো। আর দেখো আমি তোমাকে কত ভালোবাসা দেই। আর সেটা তুমিও শিখে নিও। কারণ তার পরের জন্মে আমি আবার তোমার ছেলে হয়ে জন্মাব। তুমি তখন আমাকে নিজের মতো করে ভালোবেসো, আমার মতো করে না। তুমি বুঝতে পারছ তো বাবা? তুমি বুঝলেই অনেক।’

কথাগুলো বললেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তবে বাস্তবে নয়। তার নতুন ছবি ‘অ্যানিম্যাল’-এর টিজারে। তারকাবহুল এই ছবিতে রণবীরের বাবার চরিত্রে অভিনয় করবেন অনিল কাপুর। ভিলেনের চরিত্রে আছেন ববি দেওল। নায়িকা চরিত্রে পরিনীতি চোপড়া।

জানা যাচ্ছে, এই অ্যাকশন থ্রিলার ছবিটি পরিচালনা করবেন ‘কবীর সিং’ খ্যাত সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ছবির প্রযোজনায় রয়েছেন টি-সিরিজ, প্রণয় রেড্ডি ভাঙ্গা এবং মুরাদ খেতানি। এ বছরের মাঝামাঝি শুরু হবে শুটিং।

এই মুহূর্তে রণবীর ছুটি কাটাচ্ছেন তার প্রেমিকা অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে। লাভ বার্ডসের সঙ্গে রয়েছে তাদের পরিবারও। গুঞ্জন ছিল, রণবীর-আলিয়ার এনগেজমেন্টের জন্যই পরিবারের সঙ্গে শহর থেকে দূরে গেছেন তারা।

কিন্তু রণবীরের চাচা রণধীর কাপুর জানান, ‘এই কথাগুলো সত্যি নয়। যদি রণবীর এবং আলিয়ার এনগেজমেন্ট হতো, তাহলে পরিবারের সঙ্গে আমিও সেখানে থাকতাম। রণবীর, আলিয়া এবং নীতু নতুন বছরকে স্বাগত জানানোর জন্যই বেড়াতে গেছে।

আরও খবর

Sponsered content