ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ধরন ভারতকেই নির্ধারণ করতে হবে: সারজিস

News Desk
ডিসেম্বর ৬, ২০২৪ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের সম্পর্ক তিক্ততার হবে নাকি মধূর হবে তা কাজের মাধ্যমে ভারতকেই নির্ধারণ করতে হবে বলে মনে করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেছেন, ভারতের সাথে বাংলা‌দে‌শের সম্পর্ক সুপ্রতিবেশীর মতো হতে হবে।

শুক্রবার বগুড়া শহ‌রের মাল‌তিনগর স্টাফ কোয়ার্টার বটতলা এলাকায় এক ব্রিফিং‌য়ে সাংবা‌দিকদের এ কথা ব‌লেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

সারজিস ব‌লেন, বিগত ১৬ বছর ভারত আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে যেভা‌বে শুষে নিয়েছে, সেই সুযোগ বাংলাদেশের জনগণ আর দে‌বে না তাদের।

জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতের কিছু মিডিয়া বাংলাদেশ নিয়ে প্রপাগান্ডা চালাচ্ছে। সাম্প্রদায়িক উসকানি দেয়া হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু মিডিয়ার মাধ্যমে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন শতভাগ ঐক্যবদ্ধ।’

সার‌জিস আলম আজ বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মোহাম্মদ আলীর বাসায় পারিবারিক সফরে আসেন। সাথে তার বাবা-মা ছিলেন। তি‌নি আজ রা‌তেই বগুড়া ছেড়ে যাবে ব‌লে জানা গে‌ছে।

বগুড়ায় এই প্রথম এসেছেন জানিয়ে সার‌জিস আলম ব‌লেন, ‘বগুড়া নেমে যা দেখেছি তাতে মনে হয়েছে দেশের ৬৪ জেলার মধ্যে নামের কারণেই এই জেলা ১৬ বছর বৈষম্যের শিকার হয়েছে। বগুড়া নামের কারণেই কোনো উন্নয়ন হয়নি এখানে।

( সীমান্তবাংলা/০৬ডিসেম্বর/রহমান )

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।