হুমায়ুন কবির জুশান উখিয়া ;
বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, দীর্ঘ প্রায় ১৬ বছর বাংলাদেশ এক অবরুদ্ধ জনপদ ছিল। ছাত্র সমাজের ঐতিহাসিক আন্দোলনের ফলশ্রুতিতে বাংলাদেশ অপার সম্ভাবনা কে ধারণ করে ৫ আগস্ট থেকে নতুন যাত্রা শুরু করেছে। আ’লীগ ফ্যাসিবাদী সরকার দেশের সকল অঙ্গনে এক ব্যক্তির ইচ্ছা বাস্তবায়নের মেশিনে পরিণত করেছিল। ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও গতিধারা নতুন করে বিনির্মাণ করতে হবে। অন্যথায় ছাত্র সমাজের ঐতিহাসিক ত্যাগ ব্যর্থতায় পর্যবসিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার উখিয়া উপজেলা শাখা আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত উখিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ৩০ ডিসেম্বর বিকাল ৩ টায় আয়োজিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা এডভোকেট একেএম শাহজালাল চৌধুরী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম, প্রচার সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি আরো বলেছেন, এদেশের মানুষ আর আ’লীগ কে চায় না। আ’লীগের দুর্নীতি, দুঃশাসন ও ফ্যাসিস্ট আচরণে মানুষ পিষ্ট হয়ে পড়েছিল।
ভারতে পালিয়ে গিয়ে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জুডিশিয়াল ক্যু, আনসার বিদ্রোহসহ দেশে আবারো ফ্যাসিবাদী নখর ফেলার অপচেষ্টায় লিপ্ত। লক্ষ কোটি টাকা পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তিনি আরো বলেন, উখিয়া টেকনাফ সীমান্তবর্তী এলাকা। এই দুই উপজেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আইন শৃঙ্খলা বাহিনী কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত হওয়ার জন্য অনুরোধ জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষা কে ধারণ করে রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নতুন বাংলাদেশ কে জামায়াতে ইসলামী সর্বক্ষেত্রে বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে কাজ চালাচ্ছে। তাই বেষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণে সকল রাজনৈতিক দল কে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। উপজেলা সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম ও আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক, শ্রমিক নেতা রিদুয়ানুল হক জিশান, জামায়াত নেতা আবুল হোছাইন, আবুল আলা রোমান, মাস্টার আবুল হাশেম, মাওলানা হোছাইন আহম্মদ মাদানী, রুহুল আমিন, সাবেক ছাত্রনেতা দরবেশ আলী আরমান, অধ্যাপক শফিউল আলম, মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ শাহজাহান প্রমুখ।
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply