সীমান্তবাংলাঃ ফ্রান্সের কয়েকটি বেশ গুরুত্বপুর্ন বাণিজ্যিক ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে বাংলাদেশের একটি হ্যাকার কমিউনিটি। ‘সাইবার ৭১’ নামে বাংলাদেশি এই হ্যাকার কমিউনিটি ফ্রান্সের বেশ কয়েকটি ওয়েবসাইটে তাদের সাইবার হামলার কথা স্বীকার করেছেন। গত শনিবার মধ্যরাত থেকে এই সাইবার হামলা চালানো হয় বলে জানা গেছে। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদেই এই সাইবার হামলা চালানো হয় বলে জানিয়েছেন হ্যাকার কমিউনিটির একাধিক সদস্য। ‘সাইবার ৭১’-এর ফেসবুক পেজেও ফ্রান্সের ১০টি প্রতিষ্ঠানের নাম ও ওয়াবসাইটের ঠিকানা উল্লেখ করে সেগুলো হ্যাক করা হয়েছে বলে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, মহানবী (সাঃ)-কে নিয়ে প্রকাশ্যে কটূক্তির প্রতিবাদে এই অপারেশন চালিয়েছেন মুসলমান হ্যাকাররা। ফ্রান্সের সাইবার স্পেসে খুব বিপজ্জনক হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। ফ্রান্স এই কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত আক্রমণ চলতেই থাকবে বলে জানিয়েছেন সাইবার ৭১। সাইবার হামলার শিকার ফ্রান্সের ওয়েবসাইটের কন্টেন্টে প্রবেশ করলে দেখা যাচ্ছে মহানবী (সাঃ) কে ব্যঙ্গ করার প্রতিবাদের পোষ্টার এবং বাজছে ইসলামী সঙ্গীত ও। অবশ্য ফ্রান্সের সরকারী সাইবার গ্রুপ এ বিষয়ে বিশেষ সতর্কতা জারী করেছে।
( সীমান্তবাংলা/ শা ম/ ২৭ অক্টোবর ২০২০)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply