সীমান্তবাংলাঃ বাংলাদেশি একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ঢাকার আদালতে এই মামলা পরিচালনার জন্য ফেসবুক কর্তৃপক্ষ ইতিমধ্যে একজন আইনজীবীও নিয়োগ দিয়েছে।
জানা গেছে, ঢাকাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান এ-ওয়ান সফটওয়্যার লিমিটেড ফেসবুক ডটকম বিডি (facebook.com.bd) নামে একটি ডোমেইন নিবন্ধন করে। ওই ডোমেইনটি ৬০ মিলিয়ন ডলারে বিক্রি করা হবে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়।
ফেসবুকের মূল ডোমেইনের সঙ্গে বাংলাদেশ থেকে নেওয়া এই ডোমেইনের মিল থাকায় এবং এর মাধ্যমে গ্রাহকদের প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকায় ফেসবুকের পক্ষ থেকে ওই ডোমেইনের সাইটটি বন্ধ করার জন্য একাধিকবার আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু তাতেও ঢাকাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় এবার ঢাকার আদালতে এ বিষয়ে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
এদিকে মামলা পরিচালনার জন্য ফেসবুক সুপ্রিম কোর্টের ব্যারিস্টার মোকছেদুল ইসলামকে নিজেদের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে।
এদিকে ৬০ মিলিয়ন ডলার দিলে এই ডোমেইনটি বেচবে বলে জানিয়েছেন বাংলাদেশি প্রতিষ্ঠানটি।
( সুত্রঃ জাগো নিউজ ২৪/ ১৯ নভম্বর ২০২০)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply