প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২০ , ৭:১৪:৪১ প্রিন্ট সংস্করণ
সীমান্ত বাংলা ডেস্ক : পাটশিল্প রক্ষায় ব্যর্থ বস্ত্র ও পাটমন্ত্রীর পদত্যাগ, বন্ধ সব পাটকল চালুকরন ও পাটকল শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং সব বকেয়া বেতন পরিশোধ সহ তিন দফা দাবিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় ঘেরাও করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় দলটি বস্ত্র ও পাট মন্ত্রণালয় ঘেরাও করার ঘোষনা দেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ডা. এম. এ. সামাদ বলেন, ‘পাটের নিত্যনতুন ব্যবহার উদ্ভাবন, রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, পাটকল বন্ধ না করে আধুনিকায়ন করা, পাট খাতে দুর্নীতি-লুটপাট বন্ধ, ভুলনীতি পরিহার সহ বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়ন না করে উল্টো পাটকল বন্ধ করে দেওয়া পাটশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কৃষক-শ্রমিকদের পেটে লাথি মারার শামিল।’
১৩সেপ্টেম্বর/শা ম