বর্ণাঢ্য আয়োজনে জেলায় মৎস্যজীবীলীগের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ২৩, ২০২৩

 

এন আলম আজাদ কক্সবাজার

কক্সবাজারে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।আনন্দঘন দিনটিতে গত সোমবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মৌলভী ফোরকান আহমেদের পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে এবং জেলা মৎস্যজীবীলীগের পূনঃনির্বাচিত সভাপতি এ কে এম আজিজুল হক চৌধুরীর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক দুলাল কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সফল পৌর মেয়র মুজিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন,জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নৌকা প্রতীকের মনোনীত মেয়র প্রার্থী জননেতা মাহবুবুর রহমান চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর বিশাল সমুদ্র জয় করে সঠিক তদারকি করায় সমুদ্রে মৎস্য ভান্ডার বৃদ্ধি পেয়েছে। তাই আজ বাংলাদেশের মৎস্যজীবীরা জীবিকা আহরণ করে সুখী সমৃদ্ধ জীবন যাপন করতে সক্ষম হচ্ছে। তিনি হাজারো অবহেলিত মৎস্যজীবীদের ন্যায় সঙ্গত দাবী আদায়ে অতীতের ন্যায় আগামীতেও কাজ করার আহ্বানের পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে যে কোন নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলায় মৎস্যজীবীলীগ নেতাকর্মীদের সজাগ থাকার পরামর্শ দেন।

প্রধান বক্তা বলেন,অতীতের চেয়ে বর্তমান কমিটি অনেক শক্তিশালী এবং জনবান্ধব।মৎস্যবান্ধব প্রধানমন্ত্রী দেশের বৃহত্তর মৎস্যজীবীদের কথা মাথায় রেখে এই সংগঠনকে নিবন্ধন দিয়ে সম্মানিত করায় আপনাদের দায়িত্ব বেড়ে গেছে।সরকারি যে কোন সহযোগীতায় তাকে পাশে পাওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন,দেশব্যাপী স্বাধীনতা বিরুধীদের নানা ষড়যন্ত্র শুরু হয়েছে।এই ষড়যন্ত্র মোকাবেলায় আমরা আপনাদের ভূমিকা দেখতে চাই।নচেৎ নেত্রীর কর্তৃক আপনাদের সংগঠনকে দেয়া সস্মানের কোন মুল্য থাকবে না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
জেলা মৎস্যজীবী লীগের সাবেক সফল সদস্য সচিব মোঃ তৈয়ব, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এন আলম আজাদ ,কায়সার সিকদার,ইকবাল হোসেন বাপ্পি,আবদুল হান্নান কামাল,আবদুল হক নুরী,মোঃ সেলিম চৌধুরী,নুরুল কবির বাঙালি,নুরুল বশর (বাদশা মাঝি)নাসির উদ্দিন।

উপজেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন রামুর মোঃ সেলিম ও মিয়া হোসেন, টেকনাফের হামিদ হোসাইন আজাদ ও জাহেদ উল্লাহ জাহেদ, সদরের জসিম উদ্দিন, সাজ্জাদুল ইসলাম ও ছালেহ আহমেদ, মহেশখালীর মিজানুর রহমান, ইফতেখার মোঃ মহব্বত আলী,সেলিম নেওয়াজ,ছিদ্দিক আহমেদ, উখিয়ার কামরুল ইসলাম রাব্বি ও আলমগীর ফরহাদ মানিক, কুতুবদিয়ার মোঃ রাসেল,কক্সবাজার পৌরসভার ফোরকান আজাদ,শাহাবুদ্দিন জনি,জাহেদুল ইসলাম মানিক,মহিউদ্দিন আজাদ,নয়ন কান্তি দে ও আরমান উদ্দিন এবং মহেশখালী পৌর সভাপতি এম শাহাবুদ্দিন সহ ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।

আলোচনা সভার পূর্বে ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে জাতীয় ও দলীয় সংগীতের মূর্চ্ছনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে হাজারো নেতাকর্মীদের নেতৃত্বে বের হওয়া একটি আনন্দ র্যালী শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

সভাপতির বক্তব্যে এ কে এম আজিজুল হক চৌধুরী বলেন,মৎস্যজীবীলীগ একটি সুসংগঠিত শক্তিশালী সংগঠন।আজ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনে মৎস্যজীবীলীগের সকল নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে।মৎস্যবান্ধব এ সরকারের সফল প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন,খুনী জিয়ার অনুসারীরা পাগলের প্রলাপের মতো নেত্রীকে হত্যার হুমকি দিচ্ছে।তিনি বলেন, নেতা কর্মীদের সাথে নিয়ে জামাত-বিএনপির নৈরাজ্য মোকাবেলার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।

র্যালির পূর্বে উপস্থিত অতিথিবর্গ কেক কেটে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২০ তম প্রতিষ্ঠান বার্ষিকী উৎযাপন করেন।