বন্দুকধারীর হামলায় দক্ষিণ আফ্রিকায় ৯ জন সাধারণ নাগরিক নিহত।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ১৮, ২০২২

 

বন্ধুকধারীর হামলায় দক্ষিণ আফ্রিকার দুটি প্রদেশে ৯ জন নিহত হয়েছে। হামলার সন্দেহভাজনদের সন্ধানে দেশটির পুলিশ অভিযান চালাচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে রোববার (১৭ জুলাই) এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

খবরে জানা যায়, জোহানেসবার্গের দক্ষিণ থেম্বেলিহলে চারজন গুলিবিদ্ধসহ আরো দুজন আহত হন। প্রাথমিক তদন্তে জানা গেছে, শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল লোক রাস্তার পাশে খেলছিল, এ সময় তাদের ওপর হঠাৎ হামলা চালায় দুর্বৃত্তরা।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, হামলায় চারজন লোক ঘটনাস্থলে মারা যান। গুলিবিদ্ধ আরও দুজনকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

আঞ্চলিক পুলিশ কমিশনার ইলিয়াস মাওলা এ ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভুক্তভোগীরা সে সময় বসেছিল। কোনো কারণ ছাড়াই তাদের ওপর হামলা করা হয়েছে।