কাজল আইচঃ উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেছেন,
জাতির পিতার ভার্স্কযে বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তিই হামলা চালিয়েছে, আওয়ামীলীগের নেতাকর্মীদের সজাগ থেকে মৌলবাদী গোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দিতে হবে”।
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদে
উখিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত
বিক্ষোভ মিছিল পরর্বতী প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি।
রবিবার বিকেলে এই কর্মসূচির অংশ হিসেবে উখিয়া সদরে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
করে উখিয়া থানা অভিমুখে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর, শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ
প্রমুখ। সঞ্চালনায় ছিলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ ইব্রাহিম।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
( সীমান্তবাংলা/ শা ম/ ৬ ডিসেম্বর ২০২০)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply