ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সে দ্বিতীয় দফায় করোনা সংক্রমনের রেকর্ড, লকডাউন ঘোষনা

News Desk
নভেম্বর ৩, ২০২০ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমনে ফ্রান্সে একদিনে সর্বোচ্চ রেকর্ড করেছে। ভাইরাসটির কারণে দেশটিতে গত আটদিনে হাসপাতালে ভর্তি গুরুতর রোগীর সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফ্রান্সে গতকাল সোমবার ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৫১৮ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। এ সময় ৪১৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১৪ লাখ ৬৬ হাজার ৪৩৩ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। মোট মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৪৩৫ জনের।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ১২ দিন আগেও ফ্রান্সে একদিনে ২৫ হাজার মানুষের দেহে ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত হয়েছে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে সেই সংখ্যা দ্বিগুণ হওয়ায় চিন্তার ফেলে দিয়েছে দেশটির নীতিনির্ধারকদের । হাসপাতালগুলোতেও বাড়তে শুরু করেছে গুরুতর রোগীর সংখ্যা। বর্তমানে ফ্রান্সের বিভিন্ন হাসপাতালের আইসিইউ-তে ৩ হাজার ৭৩০ জন করোনা রোগী ভর্তি আছেন। যা গত ৪ মাসের মধ্যে সর্বোচ্চ।

দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো পুরো নভেম্বর মাস জাতীয় লকডাউন ঘোষণা করেছেন। গত শুক্রবার থেকে শুরু হওয়া নতুন পদক্ষেপ সম্পর্কে তিনি বলেছেন, লোকদের কেবল প্রয়োজনীয় কাজ বা চিকিত্সার কারণে বাড়ির বাইরে যেতে দেওয়া হবে।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছেন, রেস্তোঁরা এবং বারের মতো অপ্রয়োজনীয় সকল ধরণের ব্যবসা বন্ধ থাকবে। তবে স্কুল এবং কারখানাগুলো উন্মুক্ত থাকবে। এছাড়া মার্চ মাসের প্রাথমিক লকডাউনে যেমন প্রয়োজন ছিল তেমনি লোকদের বাড়ির বাইরে যাওয়ার জন্য একটি ফর্ম পূরণ করে বাইরে যেতে হবে।

( সীমান্তবাংলা/ শা ম/ ৩ নভেম্বর ২০২০)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।