ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সের স্কুলে মহানবী (সাঃ) এর ব্যঙ্গ চিত্র, মুসলিমদের বিরুদ্ধে শিক্ষক হত্যার অভিযোগ

News Desk
অক্টোবর ১৭, ২০২০ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ফ্রান্সের একটি স্কুলে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র পরিবেশনকে কেন্দ্র করে শিক্ষককে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে এই ঘটনার সন্দেহভাজন হত্যাকারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

ফ্রান্স পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে স্কুলের বাইরে শিক্ষকের শিরচ্ছেদ করা হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সন্দেহভাজন হত্যাকারীকে আত্মসমর্পণের নির্দেশ দিলে হত্যাকারী পালানোর চেষ্টাকালে ধাওয়া করার পর পুলিশের গুলিতে মারা যায় ওই ব্যক্তি।

আন্তর্জাতিক গনমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ৪৭ বছর বয়সী নিহত শিক্ষক ভূগোলের অধ্যাপক ছিলেন। ফ্রেঞ্চ শিক্ষা ব্যবস্থায় ভূগোলের মধ্যেই ‘নৈতিক ও নাগরিক শিক্ষা’ পড়ানো হয়। কয়েকদিন আগে ক্লাসে বাক স্বাধীনতা বিষয় নিয়ে পড়ানোর সময় বিতর্কিত ম্যাগাজিন শার্লি এবদোর উদাহরণ দিয়েছিলেন।

ওই ঘটনার পর এক শিক্ষার্থীর পরিবার শিক্ষকটির বিরুদ্ধে অভিযোগও করেছিল। শিক্ষককে হত্যাকারী ব্যক্তির সঙ্গে ওই পরিবারের সংশ্লিষ্টতা নেই বলে জানানো হয়েছে।

( সীমান্তবাংলা / শা ম / ১৭ অক্টোবর ২০২০)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।