ফ্রান্সের একটি স্কুলে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র পরিবেশনকে কেন্দ্র করে শিক্ষককে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে এই ঘটনার সন্দেহভাজন হত্যাকারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
ফ্রান্স পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে স্কুলের বাইরে শিক্ষকের শিরচ্ছেদ করা হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সন্দেহভাজন হত্যাকারীকে আত্মসমর্পণের নির্দেশ দিলে হত্যাকারী পালানোর চেষ্টাকালে ধাওয়া করার পর পুলিশের গুলিতে মারা যায় ওই ব্যক্তি।
আন্তর্জাতিক গনমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ৪৭ বছর বয়সী নিহত শিক্ষক ভূগোলের অধ্যাপক ছিলেন। ফ্রেঞ্চ শিক্ষা ব্যবস্থায় ভূগোলের মধ্যেই ‘নৈতিক ও নাগরিক শিক্ষা’ পড়ানো হয়। কয়েকদিন আগে ক্লাসে বাক স্বাধীনতা বিষয় নিয়ে পড়ানোর সময় বিতর্কিত ম্যাগাজিন শার্লি এবদোর উদাহরণ দিয়েছিলেন।
ওই ঘটনার পর এক শিক্ষার্থীর পরিবার শিক্ষকটির বিরুদ্ধে অভিযোগও করেছিল। শিক্ষককে হত্যাকারী ব্যক্তির সঙ্গে ওই পরিবারের সংশ্লিষ্টতা নেই বলে জানানো হয়েছে।
( সীমান্তবাংলা / শা ম / ১৭ অক্টোবর ২০২০)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply