সীমান্তবাংলাঃ ফ্রান্সের দেয়ালে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের কড়া সমালোচনা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজত ইসলামের মহাসচিব হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদিস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, ফ্রান্সে নবী মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে সারাবিশ্বের মুসলিমদের মনে ছুরিকাঘাত করেছেন। প্রিয় নবী হযরত মুহমদ (সাঃ) অবমাননা বিশ্বের দেড়শ’ কোটি মুসলমান মেনে নেবে না। অনতিবিলম্বে ফ্রান্সে রাসুল (সা.)-এর অবমাননাকর কার্টুন প্রদর্শন বন্ধ করতে হবে। ফ্রান্স সরকারকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
২৫ অক্টোবর রবিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী এসব কথা বলেন। ফ্রান্সে রাসুল (সা.)-এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ওআইসি, আরব লীগ, সৌদি আরবসহ বিশ্বব্যাপী মুসলিম শাসকদের ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, ফ্রান্সের প্রেসিডেন্টের ইসলাম ও মুসলিমবিরোধী বক্তব্যের কারণে মুহাম্মদ (সাঃ)-এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের মতো স্পর্ধা দেখানোর সাহস পেয়েছে রাসুল বিদ্বেষীরা। রাসুল (সা.)-এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের অপরাধে ফ্রান্স সরকারকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। মহানবীকে অবমাননার শাস্তি হিসেবে বিশ্বের সব দেশে মৃত্যুদণ্ড বিল পাস করা উচিত।
( সীমান্তবাংলা/ শা ম/ ২৬ অক্টোবর ২০২০)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply