ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

ফ্যান পেজ থেকে সমস্ত ছবি সরিয়ে নিতে অনুরাগীদের অনুরোধ জায়রার

News Desk
নভেম্বর ২৩, ২০২০ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

সীমান্তবাংলা নিউজ ডেক্সঃ অনুরাগীদের কাছে ফ্যানপেজ থেকে তাঁর সমস্ত ছবি মুছে ফেলার অনুরোধ করলেন একদা বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম। তিনি জানান, বলিউড থেকে দূরে গিয়ে তিনি নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছেন।

ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এত ভালবাসা দেওয়ার জন্য। আপনারা আমার ভালবাসা এবং শক্তির উৎস। ধন্যবাদ সব সময় আমার পাশে থাকার জন্য। আমার প্রতি আপনাদের এই ভালবাসা দেখেই আজ একটা অনুরোধ করব। দয়া করে আমার সব ছবি আপনারা নিজেদের অ্যাকাউন্ট এবং আমার সব ফ্যান পেজ থেকে মুছে ফেলুন’।

জায়রা জানান, ইন্টারনেট থেকে তাঁর সব ছবি সরানো ‘অসম্ভব’ হয়ে দাঁড়ালেও, তিনি ফ্যান পেজ থেকে ছবিগুলি মুছে ফেলার চেষ্টা করছেন। জায়রা আরও লেখেন, ‘ইন্টারনেট থেকে আমার ছবিগুলি সরানো প্রায় অসম্ভব, কিন্তু আমি আপনাদের আমার ছবি শেয়ার না করার অনুরোধ করতে পারি। আশা করি এ বারও আপনাদের থেকে সাহায্য পাব, যেমন আরও অন্যান্য বার পেয়েছি’।

> ২০১৯ সালে সদ্য শুরু হওয়া কেরিয়ারে ইতি টানেন জায়রা। সোশ্যাল মিডিয়ায় একটি সাড়ে পাঁচ পাতার পোস্টে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। ফিল্মি কেরিয়ার তাঁর ধর্ম এবং বিশ্বাসের মাঝে এসে দাঁড়ানোয় অভিনয় জগৎ ছাড়ছেন বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।