
সীমান্তবাংলাঃ ধর্মীয় উস্কানি ও কুৎসা রটানোর অভিযোগে রাজধানীতে ইসরাত জাহান রেইলি নামে এক তরুণীকে আটক করেছে র্যাব। আজ শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
রেইলির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
সে নিজ নামে ৭টি ফেসবুক আইডি, দুইটি ব্যক্তিগত ব্লগভিত্তিক ফেসবুক পেইজ ও টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানি ও বিদ্বেষীমূলক পোস্ট দিয়ে আসছিলো। তার একাধিক ফেসবুক আইডি নিষ্ক্রিয় করার পরেও নতুন আইডি খুলে কার্যক্রম চালাচ্ছিলো।
( সীমান্তবাংলা/ শা ম / ৬ নভেম্বর ২০২০)