প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৩ , ১১:৩৪:৩২ প্রিন্ট সংস্করণ
সীমান্ত বাংলা ডেস্ক : দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাচ্ছে ডাক বিভাগের আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ ও বেসরকারি উদ্যোগ কড়ি।
রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই দুই প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক গঠনের অনুমতি দেওয়া হয়।
এছাড়াও ব্র্যাক ব্যাংকের বিকাশ, ব্যাংক এশিয়ার ডিজিটল এবং ১০টি বেসরকারি ব্যাংকের উদ্যোগ ডিজিটেন্টকে ডিজিটাল ব্যাংকিং উইং খোলার অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘গত ১৭ আগস্ট পর্যন্ত আমরা ৫২টি প্রতিষ্ঠান থেকে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদন পাই। এরপর তিনটি কমিটির মাধ্যমে এই আবেদনগুলো মূল্যায়ন করা হয়। মোট ১০০ নম্বরের ওপরে আমরা এগুলোকে স্কোরিং করেছি। মূলত বিজনেস আসপেক্ট, কনটেক্সট অব দ্যা বিজনেজ এবং সিকিউরিটির ওপরে স্কোরিং করে ৯ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে, যারা ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে।’
মেজবাউল বলেন, ‘এই তালিকাটি আজ বোর্ডের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছিল। পরিচালনা পর্ষদ সব কিছু পর্যালোচনা করেছে। এই ৯টা প্রতিষ্ঠানের মধ্যে একটি ইনস্যুরেন্স কোম্পানি ছিল।। ইনস্যুরেন্স ব্যবসাটা একটু অন্যরকম। এ কারণে এই প্রতিষ্ঠানটাকে আমাদের পরিচালনা পর্ষদ বিবেচনা করেনি। বাকি যে ৮টি প্রতিষ্ঠান তার মধ্যে তিনটির সাথে ব্যাংকের সংশ্লিষ্টতা রয়েছে। বাকি ৫টির সাথে এমন কোনো সংশ্লিষ্টতা নেই।’
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, ‘সার্বিক বিবেচনায় যে প্রতিষ্ঠানগুলোর সাথে ব্যাংকের সংশ্লিষ্টতা নেই, তাদের মধ্য থেকে দুটো প্রতিষ্ঠানকে এলওওয়াই লাইসেন্স ইস্যু করা হবে। এগুলো হলো নগদ ডিজিটাল ব্যাংক এবং কড়ি ডিজিটাল ব্যাংক। এদের এখন এলওওয়াই ইস্যু করা হবে। বাকি যে তিনটি প্রতিষ্ঠান যাদের সাথে ব্যাংকের যোগ আছে তারা ডিজিটাল ব্যাংকিং উইং খুলে সেবা প্রদান করবে। আর অন্যগুলো এখন যে দুটো অনুমোদন পেল, তাদের পারফরমেন্স বিবেচনা করে ৬ মাস পর লাইসেন্স পাবে।’