ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঐতিহাসিক শাহ সূজা মসজিদ পরিদর্শন

News Desk
নভেম্বর ৫, ২০২০ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

  1. অদ্য ০৫/১১/২০২০ ইং তারিখে প্রাক জরিপ পর্যবেক্ষণ ও ক্যাম্প সেট-আপের  পূর্ব প্রস্তুতি গ্রহণের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি প্রাক-জরিপ  দল কক্সবাজার গমন করেন। এ সময় প্রাথমিক পর্যায়ে ১ম দিনে চকরিয়ার কাকারা ইউনিয়নের ফজলে কউকের মসজিদ ও একটি ব্রিটিশ আমলের মুসলিম জমিদার বাড়ি পরিদর্শন করেন। পরে প্রাক জরিপ দলটি চকরিয়া উপজেলার ইউএনও মহোদয়ের সাথে জরিপের বিষয়ে সার্বিক আলোচনা করেন। 

পরিদর্শনের ২য় দিনে   প্রাক জরিপ  টিমের সদস্যরা  স্মারক ৪৩. ২৩.০০০০.১২৩.১৬.০১২.১২(অংশ-২)১২৪২-এর আদেশ অনুযায়ী  কক্সবাজার সদরের চৌধুরীপাড়ার বিজিবি ক্যাম্প এলাকার শাহ সূজা মসজিদটি পরিদর্শন করে। এ সময় উপস্থিত  ছিলেন চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় আঞ্চলিক পরিচালক ড. মোঃ আতাউর রহমান,  ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান হাসিবুল হাসান সুমি,আঞ্চলিক দপ্তরের গবেষণা সহকারী মোঃ ওমর ফারুক । এছাড়া আরও উপস্থিত ছিলেন সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ  এর চেয়ারম্যান আ.ন.ম. মোয়াজ্জেম হোসেন এবং সেভ দ্য হেরিটেজ সদস্য স্থপতি মামুনুর রশীদ চৌধুরী প্রমুখসহ স্হানীয় সুধীবৃন্দ।
উল্লেখ্য যে, ঐতিহাসিক এই মসজিদটির পাশদিয়ে বহমান বাকখালী  নদীর তীরে দাঁড়িয়ে থাকাএক গম্বুজ এ মোগল  মসজিদটি, যা অনন্য মোগল স্হাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদ ও দিঘির নিদর্শন নিয়ে হতে পারে একটি সুন্দর প্রত্নপর্যটন কেন্দ্র!
উল্লেখ্য যে এটি একদিকে কক্সবাজার তথা  এ অঞ্চলের মুসলিম শিল্প স্থাপত্যের অনন্য নিদর্শন -যা এ অঞ্চলের প্রাচীন বাঙালি  মুসলমানদের আত্মপরিচয়ের স্বরূপ চিহ্নিত হবে ; অন্যদিকে প্রত্নপর্যটন বিকাশে বিশাল ভুমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস!

( সীমান্তবাংলা/ শা ম/ ০৫/১১/২০২০খ্রি.)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।