পরিদর্শনের ২য় দিনে প্রাক জরিপ টিমের সদস্যরা স্মারক ৪৩. ২৩.০০০০.১২৩.১৬.০১২.১২(অংশ-২)১২৪২-এর আদেশ অনুযায়ী কক্সবাজার সদরের চৌধুরীপাড়ার বিজিবি ক্যাম্প এলাকার শাহ সূজা মসজিদটি পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় আঞ্চলিক পরিচালক ড. মোঃ আতাউর রহমান, ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান হাসিবুল হাসান সুমি,আঞ্চলিক দপ্তরের গবেষণা সহকারী মোঃ ওমর ফারুক । এছাড়া আরও উপস্থিত ছিলেন সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ এর চেয়ারম্যান আ.ন.ম. মোয়াজ্জেম হোসেন এবং সেভ দ্য হেরিটেজ সদস্য স্থপতি মামুনুর রশীদ চৌধুরী প্রমুখসহ স্হানীয় সুধীবৃন্দ।
উল্লেখ্য যে, ঐতিহাসিক এই মসজিদটির পাশদিয়ে বহমান বাকখালী নদীর তীরে দাঁড়িয়ে থাকাএক গম্বুজ এ মোগল মসজিদটি, যা অনন্য মোগল স্হাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদ ও দিঘির নিদর্শন নিয়ে হতে পারে একটি সুন্দর প্রত্নপর্যটন কেন্দ্র!
উল্লেখ্য যে এটি একদিকে কক্সবাজার তথা এ অঞ্চলের মুসলিম শিল্প স্থাপত্যের অনন্য নিদর্শন -যা এ অঞ্চলের প্রাচীন বাঙালি মুসলমানদের আত্মপরিচয়ের স্বরূপ চিহ্নিত হবে ; অন্যদিকে প্রত্নপর্যটন বিকাশে বিশাল ভুমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস!
( সীমান্তবাংলা/ শা ম/ ০৫/১১/২০২০খ্রি.)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply