সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ রাজধানীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজপথ মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে। আজ ফার্মগেট, আগারগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল -শোডাউন করেছে ছাত্রদল। সকালে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুলের নেতৃত্বে চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রদল।
এ সময় তারা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত করে তোলেন আশেপাশের এলাকা। এ সময় নেতাকর্মীদের মুখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি তোলেন তারা।
আজ (১ জানুয়ারী) শুক্রবার সকাল সাড়ে ৯ টার পর থেকে চন্দ্রিমা উদ্যানে একে একে ঢুকতে থাকে নারায়ণগঞ্জ মহানগর, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল, গাজীপুর জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিট, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ হাজার হাজার নেতাকর্মী।
( সীমান্তবাংলা/ শা ম/ ১ জানুয়ারী ২০২১)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply