কক্সবাজার পৌর মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ দুজনের ব্যাংক হিসাব থেকে প্রায় ২২ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংক কক্সবাজার শাখা থেকে এ টাকাগুলো জব্দ করা হয়।
দুদক জানায়, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় ৪৬
দালালের সন্ধান পেয়েছে তারা। তাদের মধ্যে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, আইনজীবী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকও রয়েছে। সম্প্রতি এসব দালালদের সম্পদের
অনুসন্ধানও শুরু করেছে তারা। তারই অংশ হিসেবে সোমবার
কক্সবাজার পৌরসভার মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
মুজিবুর রহমান ও মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চেয়ারম্যান
তারেক বিন ওসমান
শরীফের ভাই অ্যাডভোকেট নোমান
শরীফের ব্যাংক হিসাব হতে ২১ লাখ ৯৫ হাজার ৫৭৭ টাকা
জব্দ করে দুদক। তার মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
কক্সবাজার শাখায় মেয়র মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যের নামে থাকা ১১ অ্যাকাউন্টে ১৭ লাখ ৪৮ হাজার
৩৯০ টাকা এবং
ডাচ্-বাংলা ব্যাংক কক্সবাজার শাখায়
এডভোকেট নোমান শরীফের নামে
থাকা ৪ লাখ ৪৭ হাজার ১৮৭ টাকা জব্দ করা হয়।
সুত্রঃ বণিক বার্তা
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply