
ডেক্স রিপোর্টঃ
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় খরিদকৃত দীর্ঘদিনের ভোগদখলীয় জমি জবর দখল করে নিতে চায় এক শ্রেণীর প্রভাবশালী,এমন অভিযোগ করেন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মাতবর পাড়ার রমিজ আহমদের ছেলে, উপজেলা
যুবলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ আজমগীর,এমন ঘঠনা প্রতিহত করতে ভুক্তভোগী মোঃ আজমগীর আদালতে মামলক দায়ের করেছেন,।
মোঃ আজমগীর জানান, তিনি পেকুয়া মৌজার চৌমুহনী সংলগ্ন এলাকায় ২০৪৩,ও ২০৪৪ দাগের আন্দর ১৩ শতক জায়গা ক্রয় করেন। যার সৃজিত খতিয়ান নং ৭৮৭১ ও ৭৭৩৬। সেই জায়গায় ঘর তৈরি করেন,তিনি দীর্ঘদিন ধরে ভাড়া প্রদান করে জীবিকা নির্বাহ করে আসছেন। ইতোমধ্যে সেই জায়গা জবর দখলের চেষ্টা চালাচ্ছে একদল প্রভাবশালী। যা বিজ্ঞ আদালতে মামলা চলমান যার নং- ৩১৮/২২ এবং নিষেধাজ্ঞার আবেদন আছে। তিনি আরো জানান, পর্বে আমার ক্রয়কৃত জায়গা জবর দখল করার হুমকি প্রদান করে চলছে তারা। নিরুপায় হয়ে সাংবাদিক ভাইদের মাধ্যমে আইনের আশ্রয় প্রার্থনা করছি।