কক্সবাজারের পেকুয়ায় ১৮টি মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য নুরুল আলমকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টার দিকে পেকুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। নুরুল আলম উপজেলার শিলখালী ইউনিয়নের হাজিরঘোনা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি শিলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, (আজ) মঙ্গলবার এসআই উগ্যজাই মার্মার নেতৃত্বে পুলিশ নুরুল আলম নামের এক আসামিকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ভুমি অপরাধ প্রতিকার আইনে একটি সিআর (৪৯৩/২৪) মামলার গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ধৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।