পুরনো সেতু কাজে লাগানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২০

ঢাকা : পুরনো সেতু কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত বর্তমান সরকারের ২৫তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের এ কথা জানান।

পুরনো সেতুর বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, নতুন ব্রিজ বানান, আগের ব্রিজ পড়ে থাকে বছরের পর বছর। পুরনো সেতুগুলো কাজে লাগান অথবা বিক্রি করে দেন। যাই দাম পাওয়া যায়, অকশন আইন অনুযায়ী বিক্রি করে দেন। অথবা ভালো থাকলে সরিয়ে নিয়ে অন্য জায়গায় লাগাতে পারেন। সেতুগুলো পড়ে থাকবে কেন বলে প্রশ্ন করেন সরকারপ্রধান। সেই সঙ্গে সেতুর খুঁটির নিচ ও এর আশাপাশের বালু তুলে ফেলায় এবং নতুন সেতু করার পর পুরনো সেতু ফেলে রাখায় বিরক্তি প্রকাশ করেন শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী বলেন, পত্রিকায় মাঝে মাঝে দেখা যায়, পুলের খুঁটির নিচের বালু উঠিয়ে ফেলে ব্যবসায়ীরা। এগুলো নিয়ে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। শুধু খুঁটির নিচে নয়, খুঁটির আশপাশে কোনো বালু উত্তোলন হবে না। এ বিষয়ে সড়ক ও জনপথকে নির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সব প্রশাসনকেও নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়াও বেশি করে বৃষ্টির পানি ব্যবহারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

টিনিউজ/এইচআর