ঢাকাবুধবার , ৩০ ডিসেম্বর ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

পাহাড় কাটার দায়ে তমা গ্রুপকে ৫০ কোটি টাকা জরিমানা

News Desk
ডিসেম্বর ৩০, ২০২০ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন নির্মানের জন্য অতিরিক্ত পাহাড় কাটায় ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপকে ৫০ কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

দোহাজারী-কক্সবাজার রেললাইনের কাজ করতে গিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রাঙ্গাপাহাড় এলাকায় দুই কোটি ২২ লাখ ঘনফুট পাহাড় কাটে প্রতিষ্ঠানটি। বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে নগরের খুলশির পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে শুনানি শেষে তমা গ্রুপ এন্ড কনষ্ট্রাকশন নামক ঠিকাদারী প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের জন্য চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রাঙ্গাপাহাড় এলাকা থেকে তমা গ্রুপ দুই কোটি ২২ লাখ ঘনফুট পাহাড় কেটেছে। তাদের অনুমোদন দেয়া হয়েছিলো ৩৭টি পাহাড় কাটার। কিন্তু তমা গ্রুপ তার বাইরে গিয়ে ২০ টি পাহাড়ের দুই কোটি ২২ লাখ ঘনফুট মাটি বেশি কাটে। এধরনের অভিযোগের ভিত্তিতে গত নভেম্বরে তমা গ্রুপকে শুনানিতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর।

নির্ধারিত সময়ে আজ ৩০ ডিসেম্বর তমা গ্রুপের পক্ষে শুনানিতে অংশ নেন সহকারী মহাব্যবস্থাপক হাতেম আলী মজুমদার ও জনসংযোগ কর্মকর্তা মো. জাকারিয়া। পরিবেশ অধিদপ্তরের পক্ষে চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক সেলিনা আক্তার ও সহকারী পরিচালক শ্রীরূপ মজুমদার।

( সীমান্তবাংলা/ শা ম/ ৩০ ডিসেম্বর ২০২০)

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।