
নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় গভীর রাতে অবৈধ পাহাড়ী মাটি দিয়ে ওয়ারিশী জমি জবর দখলের চেষ্টা করেছে জাদিমুড়ার এলাকার জালাল আহমেদ মেম্বারের পুত্র নুরুল হক।
অন্যান্য ওয়ারিশগণকে বঞ্চিত করে,রাতে পাহাড়ি মাটি দিয়ে ভরাট করে জমি দখল করতে যাচ্ছে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় গেইট সংলগ্ন পুকুরটি।
এ ঘটনায় ক্রয় সুত্রে ১শতকের মালিক দাবি করা এখলাস মিয়া আদালতে মামলা দায়ের করলেও থেমে নেই হকের দখল বাণিজ্য।
ভুক্তভোগী, মৃত মহিব উল্লাহ মেম্বারের পুত্র প্রকৌশলী আরিফ সিকদার বাপ্পি বলেন,নুরুল হক আমাদের পরস্পর আত্নীয় হওয়ার সুবাদে আমাদের ওয়ারিশী অনেক সম্পদ নিজের দখলে রেখে দোকান পাট নির্মাণ করে ভাড়া দিয়েছে।
গত একমাস আগেও উখিয়া পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন অন্যান্য ওয়ারিশগণকে বঞ্চিত করে অবৈধ পাহাড়ি মাটি দিয়ে ভরাট করে স্থাপনা নির্মাণ করেছে।ন্যায় বিচারের আশায় জনাকীর্ণ আমাদের পরিবার।ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ও আমার ক্রয় কৃত জমি জবর দখলের পায়তারা ও ষড়যন্ত্র চালাচ্ছে নুরুল হক।
ভুক্তভোগী নুরুল আবছার জানান, ভূমিদস্যু নুরুল হক আমার আপন ভাই হওয়া সত্বেও জাদিমুড়া বাজার সংলগ্ন সন্ত্রাসী মোতায়েন করে তিন বছর আগে তিনতলা বিল্ডিং নির্মাণ করেছে।তাছাড়া উখিয়া রেজিষ্ট্রি অফিস সংলগ্ন আমার জমি জবর দখল করে মার্কেট ও নির্মাণ করে।
তিনি আরও বলেন, আমার ভাই নুরুল হক প্রকৃত ভূমিদস্যু,জমির দলিল জালিয়াতি মামলায় সে উখিয়া থানায় আটক হয়ে জেলও খেটেছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত নুরুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে কথা না বলে ফোন কেটে দেন।