পাবনা সদর উপজেলায় দোগাছী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দোপকোলা গ্রামে এমন অভিনব কায়দায় চুরি করেছে দুইটি দোকানে।
দোপকোলা গ্রামের ক্লাব এর উপর অবস্থিত দোকান গুলো নাম হলো রফিক ষ্টোর আর দোপকোলা ভোগ্য পণ্য সমবায় সমিতি এর দোকানের সারার ভেঙে চুরি করে চোর চক্ররা.আনমানিক ভোর ৪ টার সময় গুরিগুরি বৃষ্টির ভিতরে এমন চুরি করছে, দোকানে থাকা সয়াবিন তেল, চাউল ,সিগারেট ,মোবাইলের রিচাজ কাড,নগদ টাকা সহ প্রায় ৬০ হাজার টকাড,টাকার চুরি করে চোর চক্র ,দোপকোলা ভোগ্য পণ্য সমবায় সমিতির অফিস এর তালা ভেঙে নগদ ৪৮ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।
পাবনা সদর থানায় জিডি করা হয়েছে,
সদর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন চোরকে ধরতে আমাদের অভিয়ান চলছে.
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply