
পাবনা আইডিয়াল শিক্ষা পরিবার ৪৮ তম মহান বিজয় দিবস পালন করেছে। এ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর ২০১৯) সকাল ৯ টায় সদর হাসপাতাল রোডস্থ আইডিয়াল শিক্ষা পরিবারের নিজস্ব ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য বিজয় র্যালি শুরু হয়ে দুর্জয় পাবনার বেদীতে পুষ্পার্ঘ্য অর্পন করে। আইডিয়াল শিক্ষা পরিবারের অঙ্গ প্রতিষ্ঠান আইডিয়াল ম্যাটস, আইডিয়াল নার্সিং ইনষ্টিটিউট ও আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, আইডিয়াল হাসপাতাল, আইডিয়াল ডায়াগনষ্টিক সেন্টার র্যালিতে অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা আইডিয়াল গ্রুপের চেয়ারম্যান বেলাল হোসেন, এমডি রুহুল আমিন রুবেল, আইডিয়াল গ্রুপের পরিচালক আব্দুল ওয়াদুদ, আব্দুল্লাহ আরিফ, বেলাল হাসান রাজু ,আবু দাউদ, আব্দুল মান্নান খান চুক্ক, ডা: আব্দুল মতিন। আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম জহির, সিরাজুল ইসলাম, আইডিয়াল নার্সিং ইনষ্টিটিউট, আইডিয়াল ম্যাটস,ও ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অন্যান্য ছাত্র-ছাত্রী গভর্নিং বডির সদস্য, এলাকাবাসি, অন্যন্য শিক্ষক শিক্ষিকা, কর্মচারি ও অভিভাবকবৃন্দ।