পাবনা প্রতিনিধি: গ্রামকে চুড়ি, ডাকাতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিংসহ যাবতীয় অনৈতিক কাজ থেকে মুক্ত রাখতে নিরাপত্তা বিবেচনা করে এলাকার বিভিন্ন পয়েন্ট ও মোড়ে মোড়ে ৩শ সিসি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নিয়েছে এলাকাবাসী। এতে দেশের সর্ব প্রথম কোন গ্রাম ডিজিটাল সিসি ক্যামেরার আওতায় আসছে দাবী এলাকাবাসীর।
এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১১ টায় পাবনা জেলার জেলার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের তিলকপুর হাফিজিয়া মাদরাসা ও এলাকার যুব সমাজের যৌথ উদ্দ্যোগে এ ক্যামেরা স্থাপন কাজের উদ্বোধন করেছেন গণ্যমান্য ব্যাক্তি ও এলাকার মুক্তিযোদ্ধারা।
উজ্জল হোসেনের সভাপতিত্বে ও এ্যাডঃ শাহীন রানার পরিচালনায় মাদরাসা প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন এলাকার তিন মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আব্দুস সামাদ চুন্নু ও জামাত মন্ডল। এ সময় আরো উপস্থিত ছিলেন আইনুল হক প্রামানিক, ফিরোজ হোসেন।
অনুষ্ঠানের বক্তব্যে যুগপোযোগী কাজের প্রশংসা জানিয়ে বলেন, আমাদের এই তিলকপুর গ্রামই দেশের মধ্যে সর্বপ্রথম একটি গ্রামকে সিসি ক্যামেরার আওতায় এনে ডিজিটালাইজড করার উদ্দ্যোগ নিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আমাদেরকে সহায়তা করে তাহলে আমরা পুরো গ্রামকে সম্পূর্ণরুপে ডিজিটালে গ্রামে রূপান্তর করে এলাকা থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি, মাদক ইভটিজিং সহ যাবতীয় অন্যায় ও সমাজ গর্হিত কাজ বিতাড়িত করা হবে।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও সহযোগিতায় ছিলেন এলাকার যুবসমাজ।
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply