যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে পাবনা জেলা পুলিশ প্যারেড ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
এরপর দিবসের প্রথম প্রহর ও প্রত্যুষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘দুর্জয় পাবনা’য় পাবনা ৫-আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনে এমপি নাদিরা ইয়াসমিন জলি, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি ও সংবাদিক , রাজনৈতিক সংগঠন, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পুষ্পস্তবক অর্পণ করে।
এ সময় স্মৃতিস্তম্ভে নানা পেশাজীবি মানুষ মহান মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে দাাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।