শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
কক্সবাজারে বৃষ্টির রেকর্ড ২৪ ঘণ্টায় ৪০১ মিলিমিটার পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে ৩ জনের মৃ’ত্যু কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃ’ত্যু প্রতিষ্টাতা কমিটির উদ্যোগে রামু প্রেস ক্লাবের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত  নরসিংদীতে অনির্দিষ্টকালের জন্য জনতা জুটমিল বন্ধ ঘোষণা নরসিংদীতে কারাগার থেকে লুট হওয়া শটগান ও চায়নিজ রাইফেলের ম্যাগজিন উদ্ধার উখিয়ায় কেন্দ্রীয় ফেমাস সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন উখিয়ায় অরক্ষিত গ্যাস সিলিন্ডার বিক্রির হিড়িক, আইনের কোন বালাই নাই সিলেটে বিমান থেকে উখিয়ার সালাউদ্দিন র‍্যাবের হাতে আটক।  বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও গতিধারা নতুন করে বিনির্মাণ করতে হবে ” মুহাম্মদ শাহজাহান
পাবনায় ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড’র ডিএলসিপি উদ্বোধন

পাবনায় ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড’র ডিএলসিপি উদ্বোধন

পাবনায় এস.এস সুপার মার্কেট-এর ৩য় তলায় পথচলা শুরু করেছে বহুজাতিক ইন্ডিয়ান ডিরেক্ট সেলিং প্রতিষ্ঠান ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড-এর ডিস্ট্রিক লেভেল কন্টাক্ট পয়েন্ট (ডিএলসিপি) এর উদ্বোধন করা হয় ।

লাল ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন ঢাকা থেকে আগত কোম্পানির স্টার ডিরেক্টর কাজি রঞ্জু এবং ডিএলসিপি পাবনার প্রোপাইটর ব্রোঞ্জ ডিরেক্টর মোঃ সাখাওয়াত হোসেন। উদ্বোধন শেষে কোম্পানির স্টার ডিরেক্টর কাজি রঞ্জু বলেন, নিশ্চিতভাবে সফল ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে ডিরেক্ট সেলিং একটি অন্যতম নির্ভর যোগ্য মাধ্যম। সভাপতিত্ব করেন টিম পাবনার টিম লিডার ও অন্যতম কর্নধার সিলভার ডিরেক্টর মিকাইল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলার ডিস্ট্রিবিউটরগন ।

উদ্বোধন শেষে মিলাদ মাহফিল সম্পন্ন হয় এবং সবার মাঝে মিস্টি বিতরণ করা হয়। ক্রেতাগন বুধবার ২৫-১২-২০১৯ থেকে সকল প্রকার প্রোডাক্ট ক্রয় করতে পারবেন সরাসরি পাবনা অফিস থেকে। উল্লেখ্য ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড ২০০৪ সালে ইন্ডিয়াতে যাত্রা শুরু করে। বর্তমানে বিশে^র নয়টি দেশে ব্রাঞ্চ অফিস রয়েছে ও ডিরেক্ট সেলিং এ বিশে^ ৬৩ নাম্বার তালিকায় রয়েছে কোম্পানিটি এবং ইন্ডিয়ায় ১ নম্বর অবস্থানে রেেয়ছে।

পাবনার অফিসটি খোলা থাকবে প্রতিদিন সকাল ১০ ঘটিকা হইতে রাত ৮ ঘটিকা পর্যন্ত। পাবনা ডিএলসিপি এর হেল্পলাইন নাম্বার: ০১৩১২-৫৫৪১৭৭ (অফিস চলাকালিন)।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ

Design & Developed by Ecare Solutions