বিবিধ

পাবনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারালো কিশোর

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২০ , ৯:২৩:৪০ প্রিন্ট সংস্করণ

পাবনা  প্রতিনিধিঃ পাবনা জেলার বেড়া উপজেলায় ট্রাক -মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রাব্বি(১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। অাজ সোমবার বিকেল পাঁঁছটার দিকে উপজেলার নগরবাড়ী- বগুড়া মহাসড়কের শিবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি বেড়া উপজেলার হরিনাথপুর গ্রামের হারেছ আলীর ছেলে।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মোটরসাইকেলে করে ৪ যুবক নগরবাড়ী থেকে কাশীনাথপুরে আসছিলেন। মোটরসাইকেলটি সর্পিল ভঙগীতে চলছিল। হরিনাথপুরে মসজিদের কাছে এসে একই দিক থেকে আসা ট্রাকের( নং ঢাকা মেট্রো ট- ১৮৭৭৯৯) সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল অরোহী রাব্বি ছিটকে পড়ে ট্রাকের চাকায় নিচে পিষ্ঠ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জানান, ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

আরও খবর

Sponsered content