পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে গাঁজাসহ আটক হয়েছে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ ৪ জন। শনিবার দিবাগত রাতে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর ও মির্জাপুর কলেজপাড়া থেকে এদেরকে আটক করা হয়। চিনাভাতকুর গ্রামে গাঁজা সেবনরত অবস্থায় নিমাইচড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি চিনাভাতকুর গ্রামের আশুতোষ মালাকার নাথুর ছেলে পার্থ মালাকার জনি (৩০) , মজনুর রহমানের ছেলে আরিফবিল্লাহ (৩২) ও আবুল হোসেনের ছেলে লালন হোসেন (৩০) কে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মঈনুদ্দীনের নেতৃত্বে পুলিশ আটক করেন। এদের কাছ থেকে ৬০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেন চাটমোহার থানায়।
টিনিউজ/এইচআর
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।