পাবনার সাঁথিয়া উপজেলা আতাইকুলা থানা ব্রাক অফিসের সামনে আজ দুপুরে মোঃ লিজন (৩০) নামক এক পথচারি’র শ্যালোইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কা নিহত হয়েছে, তার বাড়ি পাবনা সদরে’র হেমায়েতপুর মোঃ মুক্তার হোসেন’র ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থনীয়রা লিজনকে উদ্ধার করে উপজেলা সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মাথপুর ফাঁরি ভারপ্রাপ্ত ইনচার্জ আমিনুল ইসলাম জানান, দূর্ঘটনার পর আমরা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক পাঠিয়েছিলাম। পরে জানতে পেরেছি চিকিৎসা ধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এই সড়ক দৃর্ঘটনায় আতাইকুলা থানায় একটি মামালা দায়ের করার কাজ চলছে।
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply