আজ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বস্তিতেই চলছে ফেরি পারাপার।
বৃহস্পতিবার (৫ জুন) গাড়ির চাপ বাড়লেও নেই ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের। তবে অন্যান্য যানবাহনের তুলনায় সকাল থেকে মোটরসাইকেলের বেশ ভিড় দেখা গেছে ঘাটে।
অপরদিকে, যাত্রীদের চাপে অনেকেই ফেরিতে নদী পার হয়ে বিভিন্ন যানবাহনে করে রওনা হচ্ছেন বাড়ির পথে। এছাড়া, ফেরির পাশাপাশি লঞ্চে করেও পদ্মা পাড়ি দিচ্ছেন ঘরমুখো মানুষ। সেইসাথে, ঘাটের নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।