পর্বতারোহী রেশমা নাহার যে ব্যক্তিগত গাড়ির চাপায় নিহত হয়েছিলেন, সেই গাড়ির চালকের বিচারের দাবিতে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লোহাগড়া-নড়াইল সড়কে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
লোহাগড়া উপজেলাবাসীর ব্যানারে এ মানববন্ধনে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সড়ক দুর্ঘটনায় রেশমার নিহত হওয়ার ঘটনাকে হত্যা আখ্যা দিয়ে তাঁরা ইউএনওর মাধ্যমে এই ঘটনার বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। রেশমার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।