নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘঠনায় হাজী সেলিমের ছেলেকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

সীমান্তবাংলাঃ ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে কাউন্সিলর ইরফান সেলিমকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সহযোগী জাহিদুল ইসলামকেও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আজ ২৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত এই কারাদণ্ড দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
তিনি সাংবাদিকদের বলেন, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদক ও অবৈধভাবে ওয়াকিটকি রাখার অপরাধে তাদের দুই জনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আশিক বিল্লাহ আরো জানান, হাজী সেলিমের বাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় র্যাব বাদী হয়ে দুটি মামলা করবে। ইরফান সেলিমের বাসা ঘেরাও করে তার বাসা থেকে থেকে মদ, পিস্তল ও ইয়াবা উদ্ধার করে র্যাব। পরে তার বাড়ী থেকে তল্লাশী চালিয়ে হাজী সেলিমের ছেলে এরফান সেলিমকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, রোববার দিবাগত রাতে রাজধানীর কলাবাগান এলাকায় নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে কয়েকজন তাকে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।
জানা যায়, ওই ঘটনায় রাতেই জিডি করা হয়। আর আজ ভোরে হাজী সেলিমের ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
( সীমান্তবাংলা/ শা ম/ ২৬ অক্টোবর ২০২০)