
সীমান্তবাংলাঃ নোয়াখালীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবলীগ নেতার বাড়ি থেকে এবার অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মজিবুল রহমান শরীফের (৩২) বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, শরীফকে সাথে নিয়ে বুধবার রাত ৮টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইয়াছিন বাজার সংলগ্ন তার বাড়িতে অভিযান চালায় পুলিশ।
এ সময় শরীফের দেওয়া তথ্যমতে তার ঘর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, বিয়ারের খালি বোতল, পাঁচটি মোবাইলসহ অন্যান্য জিনিস জব্দ করা হয়।
এ ঘটনায় শরীফের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
শরীফ গত বুধবার ভোরে তার বাড়িতে এক প্রবাসী আত্মীয়ের ঘরে ঢুকে ধর্ষণ করে এবং বিবস্ত্র অবস্থায় ছবি ও ভিডিও ধারণ করেন।
( সীমান্তবাংলা/ শা ম/ ২২ অক্টোবর ২০২০)