নোয়াখালীর চাটখিল উপজেলায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মনির হোসেন প্রকাশ কসাই অরফে মনির নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। যিনি মাদক কারবারি ও ১৬ মামলার আসামি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার সকালে নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, নিহত মনির উদ্দিন এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ জানায়, এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী মনিরকে রবিবার গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যমতে রাতে তাকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য হাঁটপুকুরিয়া এলাকার গণি মিয়ার দরজা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের কাছ থেকে মনিরকে ছিনিয়ে নিতে তার সহযোগীরা চেষ্টা করে এবং পুলিশের উপর গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মনির ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় তিন পুলিশ সদস্য।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত কসাই মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিভিন্ন ঘটনায় ১৬টি মামলা রয়েছে।
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply