ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

নিজের ক্ষুদে সন্তানকে টেক্সীতে ফেলে বাড়ী চলে গেলেন দম্পতি

News Desk
অক্টোবর ২৯, ২০২০ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

সীমান্তবাংলাঃ নিজের ছোট্ট সন্তানকে নিয়ে ট্যাক্সিতে করে বাড়ি ফিরছিলেন দম্পতি। তবে বাড়ির কাছে এসে তাড়াহুড়োর কারণে সন্তানকে ট্যাক্সিতে রেখেই বাড়ি চলে যান তারা। পরে ট্যাক্সি চালক ও পুলিশের সহযোগীতায় বাচ্চাকে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

মঙ্গলবার কলকাতার আলমবাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই দম্পতিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে।

সুত্র বলছে, এয়ারপোর্ট থেকে সন্তানসহ একটি ট্যাক্সিতে করে গন্তব্য আলমবাজার যাচ্ছিলেন দম্পতি। ট্যাক্সিতেই ঘুমিয়ে পড়েছিল তাদের সন্তান। খুদের ঘুম ভাঙার আগেই গন্তব্যে পৌঁছে যায় ট্যাক্সিটি। গাড়ি থেকে নেমে পড়েন ওই দম্পতি।

দম্পতি গাড়ি থেকে নামার পর ট্যাক্সিচালকও চলে যান অন্যদিকে। বেশ কিছুক্ষণ পর তার নজরে পড়ে গাড়িতেই রয়ে গিয়েছে ওই দম্পতির সন্তান। কী করবেন বুঝে উঠতে না পেরে ট্রাফিক গার্ড পুলিশে গোটা বিষয়টি জানান ওই ট্যাক্সিচালক। এরপর ওই ট্যাক্সিচালকের সহযোগিতায় পুলিশ যোগাযোগ করে খুদের পরিবারের সঙ্গে। প্রমাণ দেখিয়ে সন্তানকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান দম্পতি।

এই ঘটনা সামাজিক মাধ্যমে জানিয়েছে স্থাণীয় পুলিশ। এই ঘটনার ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা। তারা প্রশ্ন তুলেছেন,

সত্যিই কী বাবা-মা ভুল করে এভাবে সন্তানকে ফেলে যেতে পারেন? কেউ শাস্তির দাবি জানিয়েছেন ওই দম্পতির। তবে সকলেই প্রশংসা করেছেন ওই ট্যাক্সিচালকের।

( সুত্রঃ ঢাকা টাইমস/ ২৮ অক্টোবর ২০২০)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।