ঢাকাসোমবার , ২ জুন ২০২৫
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জের ঠিকানায় এনআইডি কার্ড : পাসপোর্ট ও রয়েছে রোহিঙ্গা যুবকের

এইচ কে রফিক উদ্দীন
জুন ২, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

 

নারায়ণগঞ্জের ঠিকানায় ভুয়া পিতামাতার পরিচয়ে এনআইডি কার্ড ও পাসপোর্ট হাতিয়ে নিয়েছে রোহিঙ্গা যুবক। সে বর্তমানে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্প-১, ডি-১২ ব্লকে বসবাস করে যাচ্ছে। সে মায়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক মৃত রফিকের পুত্র মোহাম্মদ সুফিয়াত বলে জানা যায়।

সুত্রে জানা গেছে , সে নারায়ণগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম ও ফরিদা ইয়াসমিন দম্পতির পুত্র পরিচয়ে দালাল চক্রের মাধ্যমে এনআইডি কার্ড ও পাসপোর্ট সংগ্রহ করে।

এই বিষয়ে জানতে চাইলে রোহিঙ্গা ক্যাম্পের মাঝি আলি হোছন জানিয়েছেন, সুফিয়াত নামক যুবক’কে আমি চিনি ও জানি। আমরা এখানে আশ্রয় নিতে এসেছি। আশ্রয় নিতে এসে তথ্য গোপন রেখে বাংলাদেশের এনআইডি ও পাসপোর্ট সংগ্রহ করা বেআইনি। তদন্ত করে তার  এনআইডি কার্ড ও পাসপোর্ট বাতিলের দাবি জানাচ্ছি।

রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির মহাসচিব এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, জাতিগত নিধনযজ্ঞ থেকে রক্ষা পেতে পালিয়ে আসা রোহিঙ্গাদের আমরা ঠাঁই দিয়েছি। তারা যদি তথ্য গোপন করে বাংলাদেশি নাগরিকত্ব অর্জন করে, থাহলে এটি গুরুতর উদ্বেগের বিষয়। এটি নাগরিকত্ব আইন এবং অভিবাসন আইনের সু-স্পষ্ট লঙ্ঘন। এতে দেশের আইন ও শাসন ব্যবস্থার প্রতি অবজ্ঞা প্রকাশ পায়।

তিনি আর-ও বলেন, এই ধরনের অনিয়ম ঠেকাতে সঠিক যাচাই-বাছাই, তথ্যের স্বচ্ছতা, এবং জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, পিপিএম জানান, পাসপোর্ট অফিসে গিয়ে নথিপত্র যাচাই করা হবে। তারপর পাসপোর্ট কীভাবে ক্লিয়ারেন্স পেল, তা খতিয়ে দেখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।